ফিচার

আজকের ধাঁধা : ১৯ নভেম্বর ২০১৫

ধাঁধা :১. ‘মাটির হাড়ি কাঠের গাই     বাছুর বিনা দুধ দোহাই।’২. ‘আলুও না বেগুনও না     তবুও চিড়লে চোখ হয়।’৩. ‘প্রাণ নাই তবু প্রাণির সঙ্গেই চলে,      শব্দ নাই তবু প্রাণির মতই বলে।’ ৪. কোন গ্রামে মানুষ নেই?উত্তর :১. রসের হাড়ি। ২. পটল।৩. ছায়া।৪. ওজন মাপার গ্রাম।এসইউ/আরআইপি

Advertisement