চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘আন্তর্জাতিক সংস্থা’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : এসকাপের প্রধান কার্যালয় কোথায়? উত্তর : ব্যাংকক।২. প্রশ্ন : যুক্তরাষ্ট্র ইউনেস্কো ত্যাগ করে কবে? উত্তর : ১৯৮৫ সালে।৩. প্রশ্ন : আন্তর্জাতিক আদালতের সদর দফতর কোথায়? উত্তর : হেগ, নেদারল্যান্ড। ৪. প্রশ্ন : আন্তর্জাতিক আদালতের বিচারক কতজন? উত্তর : ১৫ জন। ৫. প্রশ্ন : আন্তর্জাতিক আদালতের বিচারক নির্বাচিত হন কত বছরের জন্য? উত্তর : ৯ বছর। ৬. প্রশ্ন : আন্তর্জাতিক আদালতের প্রথম মহিলা বিচারপতি কে? উত্তর : রোজানিল হিগিন্স, বৃটেন। ৭. প্রশ্ন : আর্ন্তজাতিক অপরাধ আদালতের সদস্য সংখ্যা কত? উত্তর : ১০৫। ৮. প্রশ্ন : তিমুর লেসেথে কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? উত্তর : ২৮ জুন ২০০৬। ৯. প্রশ্ন : কোন আন্তর্জাতিক সংস্থার লিখিত সংবিধান নাই? উত্তর : কমনওয়েলথ। ১০. প্রশ্ন : কমনওয়েলথের সচিবালয় কোথায়? উত্তর : লন্ডন, মার্লবরো হাউজ। ১১. প্রশ্ন : আরবলীগের প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র কয়টি ও কী কী? উত্তর : ৭টি। যথা- ইরাক, সিরিয়া, মিশর, লেবানন, জর্ডান, ইয়েমেন ও সৌদি আরব। ১২. প্রশ্ন : ন্যাটোর একমাত্র মুসলিম দেশ কোনটি? উত্তর : তুরস্ক। ১৩. প্রশ্ন : সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন? উত্তর : বাংলাদেশের আবুল আহসান। ১৪. প্রশ্ন : ইইউ পূর্বে কি নামে ছিল? উত্তর : ইইসি। ১৫. প্রশ্ন : কোন দেশে এখনো সার্ক সম্মেলন হয়নি? উত্তর : ভুটান। ১৬. প্রশ্ন : ইউরোপীয় পার্লামেন্টের আসন সংখ্যা কত? উত্তর : ৭৮৫টি। ১৭. প্রশ্ন : ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা কত? উত্তর : ২৭টি। ১৮. প্রশ্ন : আফ্রিকান ইউনিয়ন সংস্থা কবে স্থাপিত হয়? উত্তর : ১৯৬৩ সালে। ১৯. প্রশ্ন : আফ্রিকান ইউনিয়ন সংস্থা বর্তমান সদস্য সংখ্যা কত? উত্তর : ৫৩টি। ২০. প্রশ্ন : রেড ক্রসের প্রতিষ্ঠাতা কে? উত্তর : হেনরী ডুনান্ট, ১৯৬৩ সালে।এসইউ/আরআইপি
Advertisement