তরুণ কবি ও লেখক ইসমত আরা প্রিয়ার উপন্যাস ‘যাবজ্জীবন’ প্রকাশিত হতে যাচ্ছে। ফেব্রুয়ারির ১৫ তারিখ বইটি আলোর মুখ দেখবে বলে জানিয়েছেন প্রকাশক মনির হোসেন পিন্টু।
Advertisement
রকমারি থেকে সর্বোচ্চ ২৫% ছাড়ে বইটি সংগ্রহ করতে পারবেন। সাথে থাকবে লেখকের অটোগ্রাফ। আগামী সপ্তাহের মধ্যেই বইটি পাঠকের হাতে পৌঁছে যাবে বলে জানিয়েছে প্রকাশনা সংস্থা অন্যধারা।
বইটির প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী চারু পিন্টু। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। তবে প্রি-অর্ডারে পাঠক ১৫০ টাকা মূল্যে বইটি সংগ্রহ করতে পারবেন।
ইসমত আরা প্রিয়ার জন্ম কুষ্টিয়ায়। প্রায় অর্ধযুগ লেখালেখির পর বাজারে আসে তার প্রথম উপন্যাস ‘কান্নাগুলোর প্রার্থনা’। যা ২০১৯ সালের বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়।
Advertisement
২০২০ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয় প্রিয়ার দ্বিতীয় উপন্যাস ‘আওয়াজ’। বইটি প্রকাশ করে বিদ্যানন্দ প্রকাশনী। এ ছাড়াও একটি কবিতার বই ‘নীলপদ্ম’ প্রকাশিত হয় পুস্তক প্রকাশন থেকে।
যাবজ্জীবন সম্পর্কে জানতে চাইলে লেখক ইসমত আরা প্রিয়া বলেন, ‘এটি সামাজিক উপন্যাস। সমাজের তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে লেখা হয়েছে উপন্যাসটি।’
এসইউ/এমকেএইচ
Advertisement