জাতীয়

চট্টগ্রামে চতুর্থ দিনে টিকা নিলেন ১০ হাজার জন

আনুষ্ঠানিকভাবে করোনা টিকা দেয়ার চতুর্থ দিনে চট্টগ্রামে ১০ হাজার ৩৬২ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে পুরুষ সাত হাজার ৩২ জন এবং নারী তিন হাজার ৩৩০ জন।

Advertisement

এ পর্যন্ত চট্টগ্রামে মোট টিকা নিয়েছেন ১৮ হাজার ৯৯৪ জন। টিকা নিতে নিবন্ধন করেছেন ৬৪ হাজার ৮৩৮ জন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বিষয়টি জাগো নিউজকে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, ‘গণটিকা দেয়ার চতুর্থ দিনে আরও ১০ হাজার ৩৬২ জন টিকা নিয়েছেন। এ পর্যন্ত চট্টগ্রামে মোট টিকা নিলেন ১৮ হাজার ৯৯৪ জন।’

Advertisement

সিভিল সার্জন কার্যালয় থেকে সরবরাহ করা তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চট্টগ্রামে এখন পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন ৬৪ হাজার ৮৩৮ জন।

বুধবার সিটি করপোরেশন এলাকায় টিকা নিয়েছেন মোট পাঁচ হাজার ৩৭৮ জন। এদের মধ্যে পুরুষ তিন হাজার ৬১২ জন এবং নারী এক হাজার ৭৬৬ জন। এছাড়া এদিন ১৪ উপজেলায় টিকা নিয়েছেন মোট চার হাজার ৩৮৪ জন। এদের মধ্যে পুরুষ দুই হাজার ৪২৯ জন এবং নারী এক হাজার ৫৬৪ জন।

আবু আজাদ/জেডএইচ/বিএ/এএসএম

Advertisement