জাতীয়

জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল চলছে

জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ড দেয়ার প্রতিবাদে ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বুধবার দুপুরে এ হরতালের ডাক দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ। এদিকে, হরতালকে কেন্দ্র করে রাজধানীতে কোনো ধরনের নাশকতার খবর পাওয়া যায়নি। হরতালে সমর্থনে দলটির নেতাকর্মীদের মিছিল-মিটিং বা পিকেটিং করতেও দেখা যায়নি।হরতালে নাশকতা মোকাবিলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।বুধবার জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে বলেন, জামায়াতকে নেতৃত্বশূন্য করার জন্য সরকার নেতৃবৃন্দের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে বিচারের নামে প্রহসনের আয়োজন করেছে। সরকারি ষড়যন্ত্রের শিকার হয়েছেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। হরতাল আহ্বানের বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ হরতাল পালনের জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। অপরদিকে আজকের এ হরতাল প্রতিহতের ঘোষণা দিয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চ। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, হরতালকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবিও টহল দেবে।জেডএইচ/আরআইপি

Advertisement