মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, ‘করোনা টিকায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে না। সারাদেশে প্রতিদিন লাইন ধরে মানুষ টিকা নিচ্ছেন।’
Advertisement
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ শিশু একাডেমির সম্মেলন কক্ষে ভার্চুয়াল মাধ্যমে রংপুর ও রাজশাহী বিভাগের 'জয়িতা অন্বেষণে বাংলাদেশ' শীর্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ‘বাংলাদেশে করোনা আক্রান্তের হার ও মৃত্যুর হার কম। উন্নত দেশগুলো চেষ্টা করেও যেখানে টিকা পাচ্ছে না, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় বাংলাদেশে টিকা পৌঁছেছে। নির্বাচনে পরাজিত হয়ে জনসমর্থন হারিয়ে এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে দিশেহারা একটি দল টিকা সম্পর্কে গুজব ছড়াচ্ছে। কিন্তু এ দেশের জনগণ কখনই সিদ্ধান্ত নিতে ভুল করেনি।’ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মন্ত্রিসভায় ডে কেয়ার আইন, ২০২১ এর নীতিগত অনুমোদন হয়েছে। আইনটি বাস্তবায়ন হলে কর্মজীবী মায়েরা সন্তানদের নিরাপদে রেখে নিশ্চিন্তে কর্মস্থলে যেতে পারবে। এর ফলে কর্মস্থলে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পাবে। যা জাতিসংঘের ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ২০৪১ সালের মধ্যে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ “ফিফটি ফিফটি” অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি বলেন, ‘নারীরা দক্ষতা ও যোগ্যতা নিয়ে দেশের উন্নয়নে অবদান রাখছে। তারা সমান যোগ্যতা নিয়ে পুরুষের পাশাপাশি কাজ করে যাচ্ছে। তৃনমুল পর্যায়ের আড়াই লাখ নারীকে ক্যাটারিং, হাউজকিপিং, বেবি কেয়ার ও বিউটিফিকেশনসহ ৭টি ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে ক্ষমতায়ন করা হবে। ৩৫টি ট্রেডে প্রশিক্ষণ দিয়ে নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হচ্ছে।’
Advertisement
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী রওশন আক্তার। 'জয়িতা অন্বেষণে বাংলাদেশ' শীর্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে যথাক্রমে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর ও রংপুরের বিভাগীয় কমিশনার মো. আব্দুল ওয়াব ভূঁইয়া সভাপতিত্ব করেন।
দুই বিভাগের ১০ জন শ্রেষ্ঠ জয়িতাকে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী, সফল জননী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও পুরস্কারের নগদ অর্থ প্রদান করা হয়।
ঢাকায় প্রতিমন্ত্রী ইন্দিরার কাছ থেকে শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী বগুড়া শিবগঞ্জের মিফতাহুল জান্নাত সম্মাননা ক্রেস্ট, সনদ ও পুরস্কারের নগদ অর্থ গ্রহণ করেন।
আইএইচআর/এএএইচ/এমএস
Advertisement