খেলাধুলা

আট বছর পর ঘরোয়া ক্রিকেটে ধোনি

আট বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঘরোয়া ক্রিকেটে ফিরতে যাচ্ছেন ভারতের ওয়ানডে অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। পাকিস্তানের বিপক্ষে আগামী মাসে নির্ধারিত দ্বিপাক্ষিক সিরিজটি খেলা না হলে বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খণ্ডের হয়ে মাঠে নামতে যাচ্ছেন ভারতের সবচেয়ে সফল এই অধিনায়ক।ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জেএসসিএ) সেক্রেটারি রাজেশ ভার্মা জানিয়েছেন তারকা এই ক্রিকেটার নিজের প্রদেশের হয়ে খেলার আগ্রহ দেখিয়েছেন।এ সম্পর্কে ভার্মা জানান, আমরা এ ব্যাপারে ধোনির সঙ্গে আলাপ করেছি। তিনি জানিয়েছেন আসন্ন বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খণ্ডের হয়ে খেলতে তার কোনো আপত্তি নেই। তবে কতগুলো ম্যাচ তিনি খেলবেন কিংবা দলকে নেতৃত্ব দেবেন কি-না এ ব্যপারে কোনো আলোচনা হয়নি। কিন্তু ধোনি চাইলে অবশ্যই দলের নেতৃত্ব আমরা তার কাছেই তুলে দেবো।২০০৭ সালের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে হতাশাজনক বিদায়ের পরে কলকাতায় অনুষ্ঠিত সৈয়দ মুস্তাক আলী টি২০ চ্যাম্পিয়নশিপে ধোনি সর্বশেষ ঝাড়খণ্ডের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেছিলেন।ভার্মা মনে করেন, ধোনির উপস্থিতি নিশ্চিতভাবেই পুরো দলকে উজ্জীবিত করে তুলবে। যখনই ধোনি সময় পান ঝাড়খণ্ডের তরুণ খেলোয়াদের সঙ্গে কথা বলেন, তাদেরকে বিভিন্ন টিপস দেন।পাকিস্তানের বিপক্ষে সিরিজটি অনুষ্ঠিত না হলে প্রায় তিন মাস ধোনি আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকবেন। সর্বশেষ ২৫ অক্টোবর তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ম্যাচে খেলেছিলেন।বিএ

Advertisement