প্রবাস

প্রবাসীর প্রেম, ‘আমিই সেই মোতাহার’

বাসে ভিড়ের মধ্যে একটি পরিচিত মুখ দেখতে পেলাম। সে গত তিন বছর আগে চাকরি ছেড়ে দেশে চলে গিয়েছিল। আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না এই সেই লোক যে আমার সহকর্মী ছিল। মনে মনে ভাবলাম পৃথিবীতে একই রকম দেখতে সাতজন ব্যক্তি আছে হয়তো এই ব্যক্তি আমার বন্ধুর সাতজনের একজন।

Advertisement

তার চোখে চোখ পড়তেই অন্যদিকে তাকিয়ে আমার সেই বন্ধুর কথা ভাবতে লাগলাম। যে গত তিন বছর আগে বিয়ে করে সিঙ্গাপুরে ফেরার পর সারাক্ষণ শুধু বউয়ের গল্প করত। আমরা বুঝতে পেরেছিলাম বিয়ে করার পর বউ ঘুড়ি উড়িয়ে নাটাই তার হাতে রেখে দিয়েছে এখন ঘরে বসে বসে নাটাইয়ে সুতা টানছে।

একটু জোরে টানলেই ঘুড়ি নাটাইয়ের কাছে চলে যেতে বাধ্য। একদিন সে হঠাৎ করে চাকরিতে ইস্তফা দিয়ে বউয়ের টানে চলে যায় দেশে। তখন কোম্পানির বস তাকে অনেক অনুরোধ করে বলেছিল, সে যেন প্রয়োজনে কিছু দিনের জন্য ছুটিতে বাড়ি যায় কিন্তু সে শত অনুরোধ উপেক্ষা করে দেশে চলে যায়।

আমার মনে হয় না সে বউ পাগলা বন্ধুটা আবার ফিরে আসবে। তাই তাকে এড়িয়ে বাস থেকে নেমে পড়লাম। আমার পিছু পিছু সেও বাস থেকে নেমে এলো। পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে বলল কি ব্যাপার কেমন আছেন।

Advertisement

আমাকে দেখে না দেখার ভান করার মানে কি। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম আপনি তাহলে মোতাহার ভাই তার মতো দেখতে সাতজনের একজন না। তিনি বললেন আপনি পাগল নাকি? আমার মতো সাতজনের একজন হব কেন। আমিই সেই মোতাহার ভাই। কথায় কথায় জানতে পারলাম তিনি কয়েক মাস আগে আবার অন্য কোম্পানিতে এসেছেন। যে ব্যক্তি বউয়ের টানে ভালো চাকরি ছেড়ে চলে গিয়েছিল সে আবার কেন বউ ছেড়ে ফিরে এল তাই জানার জন্য নির্জনে তাকে নিয়ে বসলাম। তিনি পকেট থেকে সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে হালকা টান দিয়ে আমার দিকে তাকাল।

তাকে সিগারেট খেতে দেখে আমি অবাক হলাম কারণ এই ব্যক্তি একট সময় সিগারেটের গন্ধ শুকতে পারত না। কেউ সিগারেট খেলে তাকে সিগারেটের ক্ষতিকর দিক নিয়ে বিরাট লেকচার দিত আজ তারই হাতে সিগারেট। আমি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনার হাতে সিগারেট দেখে অবাক হলাম।

তিনি বললেন, অবাক হবারই কথা। কারণ একটা সময় সিগারেটের গন্ধে আমার বমি আসত আর আজকাল সিগারেট গন্ধ না পেলে আমি উন্মাদ হয়ে যাই।

আমার জায়গায় আপনি থাকলে সুইসাইড করতেন কিন্তু আমি তা করিনি নিজেকে কোনোমতে বাঁচিয়ে রেখেছি। আমি বললাম আপনার জীবনে কি এমন ঘটেছে যার জন্য আপনি সিগারেট খাওয়া শুরু করলেন আবার সুইসাইড করার কথা চিন্তা করলেন। তিনি সিগারেটে জোরে টান দিয়ে মুখভর্তি ধোয়া ছেড়ে বলতে আরম্ভ করলেন তার জীবনের করুণ কাহিনি।

Advertisement

পর্ব ২ : ‘আমি তালাক দেব না, দেখি ও কী করে’

চলবে…

এমআরএম/এমকেএইচ