দেশজুড়ে

রাজশাহীতে নাশকতা ঠেকাতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

দেশব্যাপি জামায়াতের ডাকা হরতালে নাশকতা এড়াতে বিভাগীয় শহর রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। সেইসঙ্গে জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। পাশাপাশি নিরাপত্তার বিশেষ দায়িত্বে মহানগরীতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার তমিজ উদ্দিন ও রাজশাহী বিজিবি-৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহজাহান সিরাজ বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।আরএমপির অতিরিক্ত কমিশনার সরদার তামিজ উদ্দিন জাগো নিউজকে জানান, হরতালে সব ধরনের নাশকতা ঠেকাতে পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাত থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশি টহল বাড়ানো হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরাও দায়িত্ব পালন করছেন বলে জানান এই কর্মকর্তা।এদিকে, রাজশাহী বিজিবি-৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহজাহান সিরাজ জাগো নিউজকে জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবার রাত থেকে রাজশাহীতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজশাহী নগরীতে দুই প্লাটুন ও ৯ উপজেলায় তিন প্লাটুন দেয়া হয়েছে।এর আগে, বুধবার দুপুরে যুদ্ধাপরাধী মামলায় জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির দণ্ডাদেশ বহাল রাখার প্রতিবাদে দেশব্যাপি জামায়াতের পক্ষ থেকে সকাল-সন্ধা হরতাল আহ্বান করা হয়।শাহরিয়ার অনতু/বিএ

Advertisement