শিক্ষা

গুচ্ছভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের সুযোগ চেয়ে স্মারকলিপি

বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন বহালের দাবি জানানো হয়েছে। এ দাবিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বরাবর স্মারকলিপি দিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

Advertisement

সোমবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ের ৫ নম্বর গেটে এ স্মারকলিপি জমা দেন তারা।

স্মারকলিপিতে তারা দুটি দাবি তুলে ধরেন। বিভাগ পরিবর্তন বহাল ছাড়া তাদের অন্য দাবিটি হলো- গুচ্ছ ভর্তি পরীক্ষায় সিলেকশন পদ্ধতির বাতিল।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পক্ষে তিনজন স্মারকলিপিতে স্বাক্ষর করেন। তাদের একজন শেখ সাব্বির হাসনাত। বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, অফিস টাইমে সচিবালয়ের ৫ নম্বর গেটে স্মারকলিপির কপিটি সংশ্লিষ্ট কর্মকর্তারা গ্রহণ করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের পিয়ন আসলে সেটি শিক্ষামন্ত্রী বরাবর পাঠিয়ে দেয়া হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

Advertisement

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, এবার গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যা আমাদের মঙ্গলের জন্য। আমরা এটার সাধুবাদ জানাই। কিন্তু এ পরীক্ষায় গুচ্ছ কমিটি কর্তৃক দুটি নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত দুটি হলো- বিভাগ পরিবর্তন করার জন্য কোনো আলাদা ইউনিট থাকবে না এবং অপরটি সিলেকশন পদ্ধতির মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলে আট লাখ শিক্ষার্থী এ পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন।

এতে আরও বলা হয়, আমরা উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হতে চাই না। আমাদের দাবি, মানবিক ইউনিটের সঙ্গে বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে পরীক্ষা দিয়ে বিভাগ পরিবর্তন করার সুযোগ দিতে হবে এবং ভর্তি পরীক্ষায় সিলেকশন পদ্ধতি বাতিল করতে হবে।

এমএইচএম/এমআরআর/জিকেএস

Advertisement