ইয়াবার চালান নিয়ে কক্সবাজার থেকে মহাসড়ক ধরে চট্টগ্রামের দিকে যাচ্ছিল একটি মাইক্রোবাস গাড়ি। এমন গোপন সংবাদ আসে সাতকানিয়া থানা পুলিশের কানে। খবর পেয়েই চেকপোস্টে বসানো হয় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিশুতল এলাকায়।
Advertisement
পুলিশ জানায়, একের পর এক গাড়ি তল্লাশি করার একপর্যায়ে ধরা পড়ে ওই মাইক্রোবাসটি। এরপর গাড়ির ব্যাটারির নিচে সুকৌশলে লুকায়িত থাকা ৯ হাজার পিস ইয়াবাও উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক করা হয় তিনজনকে।
গত রোববার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে ইয়াবাসহ আটককৃতরা হলেন, দক্ষিণ খুনিয়াপালং এলাকার জালাল আহাম্মদের ছেলে মো. হোসাইন (২২), উখিয়ার বালুখালীর মীর কাশেমের ছেলে মো. মবিন (২০) ও রামুর পানের ছড়া এলাকার সুলতান আহাম্মদের ছেলে মো. নুরুল আমিন (২০)।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
Advertisement
এসজে/জেআইএম