তথ্যপ্রযুক্তি

তথ্যমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করুণ

ব্যক্তিগত ওয়েবসাইট খুলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ ওয়েবসাইটের মাধ্যমে তাকে যে কোনো বিষয়ে প্রশ্ন করা যাবে। সমালোচনা করা যাবে, দেওয়া যাবে পরামর্শও।সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কেন্দ্রে রোববার এক অনুষ্ঠানে এ ওয়েসসাইট উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। ওয়েসসাইটের ঠিকানা www.hasanulhaqinu.info।উদ্বোধনের পর মন্ত্রী বলেন, একজন মন্ত্রিপরিষদ সদস্য হিসেবে এ ওয়েবসাইটের মাধ্যমে সর্বক্ষণিকভাবে জনগণের আরও কাছে থাকার ব্যবস্থা হলো। আমি সকলের কাছ থেকে প্রশ্ন ও পরামর্শ আহ্বান করছি।তথ্যমন্ত্রী বলেন, এই সাইটের সামনে সমালোচনা গ্রহণ করব। এই পদক্ষেপের মাধ্যমে জনগণের সঙ্গে সার্বক্ষনিক থাকার একটা ব্যবস্থা নিলাম। অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে আমার সাইটের লিংক থাকবে। এই ওয়েবের মধ্যে দিয়ে প্রশ্নের উত্তর সমালোচনা জনগণ নির্ভয়ে করতে পারবেন।ইনু বলেন, আমার ব্যক্তিগত ওয়েব সাইটের ব্যয় নির্বাহ হবে আমার মন্ত্রীর ভাতা থেকে। আমি যখন মন্ত্রী থাকবো না তখন আমার ব্যক্তিগত তহবিল থেকে এই সাইটের ব্যয় নির্বাহ করা হবে।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রধান তথ্য কর্মকর্তা মো. তছির উদ্দিন আহমেদ, তথ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মীর আকরাম উদ্দিন আহম্মদ প্রমুখ।

Advertisement