বিনোদন

লন্ডনের মঞ্চে হুমায়ূন আহমেদ

দেশের গণ্ডি পেরিয়ে এবার লন্ডনে মঞ্চস্থ হতে যাচ্ছে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা নাটক ‘নৃপতি’। সিজন অব বাংলা ড্রামা ১৫ বছরে পদার্পণ উপলক্ষে প্রতি বছরের মতো টাওয়ার হ্যামলটেস কাউন্সিলের উদ্যোগে আয়োজন করা হয়েছে প্রায় মাসব্যাপি নাট্যোৎসব। সেখানেই প্রদর্শিত হবে প্রয়াত কথাশিল্পীর নাটকটি। আগামী ২২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় ব্রাডি আর্ট সেন্টারে নাটকটির মঞ্চায়ন হবে।নাটকটি মঞ্চে আনছে আর্টস এ্যান্ড ড্রামা ডেভেলপমেন্ট। নির্দশনা দিয়েছেন অপু চৌধুরী। এতে অভিনয় করবেন ব্রিটেনে বাঙালিদের কাছে হিমু নামে পরিচিত আবদুল্লাহ আল খুরশীদ।গেল ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ উৎসবে ৭ নভেম্বর মঞ্চস্থ হয় স্বপ্নদলের পরিবেশনায় বাদল সরকারের রচনা ও জাহিদ রিপনের নির্দেশনায় ‘ত্রিংশ শতাব্দী’। আগামী ২৯ নভেম্বর সমাপনী দিনে রয়েছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠি ইউকে সংসদের নিবেদনে মান্নান হীরার রচনা ও উজ্জ্বল দাশের নির্দেশনায় নাটক ‘ইন্দারা’।এলএ/পিআর

Advertisement