বিনোদন

সংস্কৃতি রক্ষার ঢাল চলচ্চিত্র : তথ্যমন্ত্রী

জঙ্গি-দানবের দাপাদাপির ভেতরে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশীয় সংস্কৃতি রক্ষার ঢাল হিসেবে চলচ্চিত্র কাজ করবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।বুধবার ঢাকার উত্তরায় বাংলাদেশ ফিল্ম ও টেলিভিশন অ্যাকাডেমির (বিএফটিএ) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি। সরকারিভাবে গত বছর চালু হওয়া বাংলাদেশ সিনেমা ও টেলিভিশন ইনস্টিটিউটের (বিসিটিআই) কথা উল্লেখ করে মন্ত্রী চলচ্চিত্র ও টেলিভিশন বিষয়ে বেসরকারি উদ্যোগের সাফল্য কামনা করেন।এ সময় স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যূদয়ের বিভিন্ন পর্যায় স্মরণ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুই সেই মহান নেতা যিনি সাম্প্রদায়িকতার আলখাল্লা ঝেড়ে ফেলে এদেশের সকলকে বাঙালিত্বের পরিচয় খুঁজে দিয়েছেন। আর সেই পরিচয় আমাদের সংস্কৃতির মধ্যেই প্রকাশিত।’চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান ডিজিটাল প্রযুক্তির সঙ্গে সমন্বয় আবশ্যক উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, অশ্লীলতা রোধ এখন চলচ্চিত্রের সামনে একটি বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে রাজনীতির সঙ্গে সংস্কৃতির সংশ্লিষ্টতার উপর গুরুত্ব আরোপ করেন ইনু।এসময় www.bfta.com.bd ওয়েবসাইট উন্মোচনের মাধ্যমে বাংলাদেশ ফিল্ম ও টেলিভিশন অ্যাকাডেমির উদ্বোধন ঘোষণা করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।বিএফটিএ’র অন্যতম উপদেশক অভিনেতা ও নাট্যনির্দেশক আলী যাকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা ও অভিনেতা আফজাল হোসেন। বিএফটিএ’র উপদেশক অধ্যাপক ও লেখক সৈয়দ মনজুরুল ইসলাম, চলচ্চিত্রব্যক্তিত্ব এম এ আলমগীর, বিশিষ্ট ডিজাইনার চন্দ্রশেখর সাহা ও নন্দিত বিজ্ঞাপননির্মাতা পিপলু আর খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন- ওয়াহিদা মল্লিক জলি, সাবেরী আলম, বন্যা মির্জা, আফরোজা বানু, মৌটুসী বিশ্বাস, ফ্লোরা সরকার, বদরুল আনাম সৌদ, হ্যারল্ড রশীদ চৌধুরী, হাসান শাহরিয়ার, রহমতুল্লাহ তুহিন, এ এইচ এম জুলফিকার রহমান ও কলকাতার প্রখ্যাত মঞ্চ অভিনেতা পার্থ সারথী দেব প্রমুখ। বিএফটিএ’র প্রধান নির্বাহী টেলিভিশন তারকা আফসানা মিনি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।এসএ/একে/পিআর

Advertisement