চট্টগ্রাম মহানগরীসহ গোটা জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকে নগরী ও জেলার গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্ধ্যার পর থেকে নেমেছে বিজিবি। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা মুজাহিদের মামলার রিভিউ রায়ের পর স্থানীয় প্রশাসন এ ব্যবস্থা গ্রহণ করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় দুই হাজার অতিরিক্ত পুলিশ চট্টগ্রাম কারাগারসহ বিভিন্ন স্পর্শকাতর স্থাপনার সামনে মোতায়েন করা রয়েছে। এছাড়া প্রতিটি থানায় এক প্লাটুন করে অতিরিক্ত পুলিশ প্রেরণ করা হয়েছে। চট্টগ্রাম কারাগার, তেল স্থাপনা, বন্দর এলাকায় টহল জোরদারের পাশাপাশি সংশ্লিষ্ট থানাকে সার্বক্ষণিক নজরে রাখার নির্দেশ দিয়েছে সিএমপি ও জেলা পুলিশ।নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বলেন, নিয়মিত টহল টিমের বাইরে আলাদা টিম গঠন করে নগরীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে। জীবন মুছা/এএইচ/পিআর
Advertisement