নাটোরের নলডাঙ্গা পৌরসভার পূর্ব সোনাপাতিল গ্রামে অগ্নিকাণ্ডে সিরাজুল ইসলাম নামের এক কৃষকের গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুধেল গাভিটিও মারা গেছে। আংশিক পুড়ে গেছে একটি ছাগল ও দুটি ষাড়।
Advertisement
রোববার (৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার পূর্বসোনাপাতিল গ্রামের স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে। কয়েলের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নলডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহবুর রহমান জানান, রোববার ভোরে উপজেলা পূর্বসোনাপাতিল গ্রামের খয়েরউদ্দিন খরুর ছেলে সিরাজুল ইসলাম গোয়ালঘরে আগুন লেগে মুহূর্তে চারদিক ছড়িয়ে যায়। স্থানীয়রা একঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় একটি গাভি পুড়ে মারা যায়। এছাড়া একটি ছাগল ও দুটি ষাড় পুড়ে আহত হয়।
কৃষক সিরাজুল ইসলাম বলেন, ‘আগুনে গোয়ালঘরসহ প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। গাভিটির মৃত্যু হওয়াটা মেনে নিতে পারছি না। অনেক দিন সংসারটা চালাতে সাহায্য করেছে গাভিটা।’
Advertisement
নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির ওই কৃষককে সহায়তার আশ্বাস দিয়েছেন।
এসআর/এমকেএইচ