মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যদের সঙ্গে করোনা টিকা গ্রহণ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল কেন্দ্রে তিনি এ টিকা গ্রহণ করেন।
Advertisement
এসময় গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে করোনা সংক্রমণ হতে নিরাপদ থাকতে সবাইকে টিকা গ্রহণের আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন করোনায় আক্রান্ত হলে গত বছরের ১২ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। ২০ আগস্ট দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে ঢাকার বেইলি রোডের সরকারি বাসায় ফেরেন মন্ত্রী।
আতঙ্কের মধ্য দিয়ে মহামারির প্রায় এক বছর পার করার পর দেশজুড়ে শুরু হয়েছে করোনা টিকাদান কর্মসূচি। ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদানের উদ্বোধন করা হয়। এরপর আজ (৭ ফেব্রুয়ারি) শুরু হয়েছে দেশব্যাপী টিকাদান কর্মসূচি।
Advertisement
এমইউ/ইএ/এমএস