রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সেখানে প্রথম ধাপেই টিকা নিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
Advertisement
এছাড়া অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার ও স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া প্রমুখ এখানে টিকা নিয়েছেন।
রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হয় করোনার টিকাদান কর্মসূচি। প্রথমেই তারা সেখানে টিকা নিয়েছেন।
টিকা গ্রহণ করে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমার তিন বন্ধু বিদেশে থাকেন। তারা ভ্যাকসিন বিশেষজ্ঞ। তারা আমাকে অভয় দিয়েছেন। আমার টিকা নিতে কোনো ভয় নেই। আমার কোনো সমস্যা হয়নি। যার যার সম্ভব টিকা নেয়া উচিত। দেশের ৭০ শতাংশ লোক টিকা নিলে করোনাভাইরাস আর ছড়াবে না।’
Advertisement
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেন, ‘টিকা গ্রহণের জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। টিকা না নিলে নিজের ক্ষতি, দেশের ক্ষতি।’
ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আমরা অতি দ্রুত টিকা সংগ্রহ করেছি। এর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমি চাই সবাই টিকা নিক এবং স্বাস্থ্যবিধি মেনে চলুক। এর ফলে শারীরিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে যাবো।’
তিনি বলেন, ‘টিকা নেয়ার পর আমি ভালো বোধ করছি। আমার কোনো সমস্যা হয়নি।’
টিকাদান কর্মসূচির বিষয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম বলেন, ‘আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোববার ১০০ জনকে টিকা দেয়া হবে।’
Advertisement
এনএইচ/ইএ/এমএস