স্বাস্থ্য

গ্যাস্ট্রোলিভার হাসপাতালে প্রথম দিন টিকা নেবেন ১৬২ জন

সারাদেশে একযোগে করোনা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) ঢাকাসহ সারাদেশের ১ হাজার ৫টি হাসপাতালে করোনা টিকা দেয়া হচ্ছে। সারাদেশের টিকাাদনের প্রথম দিনে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Advertisement

বেলা সাড়ে ১১ টায় তিনি টিকা নিতে পারেন বলে জানা গেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালটিতে প্রথম দিন টিকা নেবেন ১৬২ জন।

টিকাদান সফলভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হাসপাতালটির ৪র্থ তলায় ৪১৫-৪১৭ নাম্বার কক্ষের ১ নং বুথে স্বাস্থ্যমন্ত্রী টিকা নেবেন।

এছাড়া হাসপাতালটিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াসেফ ওসমান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী, কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাকসহ আরও অনেকেই টিকা নেবেন বলে জানা গেছে।

Advertisement

এসএম/এমএইচআর/এমএস