লালমনিরহাটের হাতীবান্ধায় বাল্যবিয়ের অপরাধে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রম্যমাণ আদালত।বুধবার বিকেলে হাতীবান্ধা উপজেলার সিংঙ্গীমারী ইউনিয়ন পরিষদের ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মজিবর আজিজুর রহমান এ রায় দেন।সাজাপ্রাপ্তরা হলেন, হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামের মৃত রহমানের ছেলে বর রফিকুল ইসলাম (১৭), একই গ্রামের ফুল মিয়া (৩৫) ও তার মেয়ে নিজ শেখ সুন্দর দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী রোমানা খাতুন (১৪), ঘটক গোলাম মোস্তাফা (৪০)। রফিকুল ইসলামকে (বর) এক মাস, মেয়ের বাবা ফুল মিয়াকে ২০ দিন, কনে রোমানা খাতুনকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন দিনের জেল এবং ঘটক গোলাম মোস্তফাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেয়া হয়। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলা সিংঙ্গীরী এলাকায় বাল্যবিয়ে হবে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় বাল্যবিয়ের আসর থেকে বর, কনে, কনের বাবা ও বিয়ের ঘটককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। হাতীবান্ধা থানা পুলিশের উপ-পরিদর্শক আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চত করে জাগো নিউজকে বলেন, রায় প্রদানের পর বিকেলে আসামিদের কারাগারে পাঠানো হবে।রবিউল হাসান/এমজেড/পিআর
Advertisement