একসময়ে জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন শাহরিয়ার নাফিস। পারফরমেন্সের বিচারেও তিনি ছিলেন অতুলনীয়। ২০০৭ সালের বিশ্বকাপে অফফর্মের পর আইসিএল কাণ্ড, তারপর থেকেই অনিয়মিত হয়ে পড়েছেন জাতীয় দলে। সর্বশেষ ২০১৩ সালে টেস্ট দলে ছিলেন, ওয়ানডে খেলেছেন আরও দুই বছর আগে। কিন্তু গত মৌসুম থেকে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন নাফিস। তবে তারপরও জাতীয় দল নিয়ে ভাবছেন না এই তারকা।“আমি আসলে জাতীয় দল নিয়ে কোন চিন্তাই করি না। আমি এটা কিছুদিন যাবত বলে আসছি, হয়তো অনেকে মনে করে থাকতে পারে এটা হয়তো ক্ষোভ থেকে বা রাগ থেকে বলছি আসলে তা না।”নিজের সম্পূর্ণ চিন্তা ভাবনা পারফরমেন্সে সীমাবদ্ধ রাখতে চান বলে জানান নাফিস। এই নিয়ে বলেন, “আমার সম্পূর্ণ ফোকাস পারফরমেন্সের উপর। আমি যদি ভালো পারফরমেন্স করতে পারি আর জাতীয় দলের নির্বাচকরা যদি মনে করে আমি সঠিক এবং ফিট তাহলে জাতীয় দলের হয়ে খেলার জন্য প্রস্তুত আছি। অন্যথায় আমি আমার পারফরমেন্সের উপর খেয়াল রাখছি। এনসিএলটা ভালো হয়েছে বিপিএলে যদি ভালো হয় তাহলে একটু এগিয়ে যাব। জাতীয় দলে কি হবে না হবে তা নিয়ে ভাবছি না।”ব্যক্তিগত ভাবে নাফিস শুধু নিজের খেলটা ঠিক ভাবে খেলতে চান। চলতি মৌসুমের ধারাবাহিকতা বজায় রেখে রান করে যেতে চান এই টাইগার।“আমার ব্যক্তিগত লক্ষ্য ভালোভাবে পারফর্ম করা। আল্লাহর রহমতে গত এক দেড় বছর ধরে আমি ভালো পারফর্ম করছি সেটা ধরে রাখা। তবে রান দেবার মালিক আল্লাহ আমি চেষ্টা করতে পারি। বলে কেউ রান করতে পারেনা সেটা সম্ভবনা। আমি চেষ্টা করবো কঠিন পরিশ্রম করতে।”আরটি/এমআর/আরআইপি
Advertisement