নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং মন্ত্রণালয় ও অধীন সংস্থার গুরুত্বপূর্ণ ৪৮ জন কর্মকর্তা করোনাভাইরাসের টিকা নিতে আগ্রহী।
Advertisement
এজন্য গত ২ ফেব্রুয়ারি নৌপরিবহন মন্ত্রণালয় থেকে তাদের তালিকা স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে।
ভ্যাকসিন নিতে ইচ্ছুক উল্লেখযোগ্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডোর সুমস মাহমুদ সাব্বির, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যার কমোডোর হুমায়ুন কল্লোল, নদী রক্ষা কমিশনের চেয়ারম্যার এএসএম আলী কবীর এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিবরা।
আরএমএম/এসজে/জিকেএস
Advertisement