দুই ভাই এবং তাদের মায়ের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘গাড়িওয়ালা’ মুক্তির আগে থেকেই দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছে। মুক্তির পরও চলছে সেই প্রশংসার পালা। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে আশরাফ শিশিরের ছবিটি। এবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাচ্ছে গাড়িওয়ালা। সেখানে আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিতব্য ‘ফিনিক্স চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শিত হবে ছবিটি। পাশাপাশি ২২ নভেম্বর ভারতের কর্ণাটক রাজ্যের ম্যাংগালোরে ‘১০তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’- এ প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে গাড়িওয়ালা। এর মধ্যে ভারতের উৎসবটিতে অংশ নিতে ছবিটির অভিনেত্রী রোকেয়া প্রাচী ভারতে যাচ্ছেন বলে জানিয়েছে পরিচালক।ছবিটি গত কোরবানির ঈদে বাংলাদেশে মুক্তি পায়। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ ছবিতে রোকেয়া প্রাচী ও রাইসুল ইসলাম আসাদের পাশাপাশি অভিনয় করেছে একঝাঁক শিশুশিল্পী। তারা হলো মারুফ, কাব্য, অর্ণব, স্বপ্ন, কিন্নর ও ঋদ্ধ। আরও অভিনয় করেছেন মাসুম আজিজ, ইমরান, ফারুক, মোসলেম, আর জে মুকুল, সাকি ফারজানা, সিডর সুমন, সাজ্জাদ লিটন, মুক্তা, সম্রাট, জগন্ময় পালসহ ৪০০ নাট্যকর্মী। ছবিটির সংগীত পরিচালক সামিরা আব্বাসী ও রাফায়েত নেওয়াজ।গেল ১২-১৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের ওরল্যান্ডোতে অনুষ্ঠিত `ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড ফিল্ম ফেস্টিভ্যাল`-এ `গাড়িওয়ালা` পুরস্কৃত হয়েছে। এতে সেরা সিনেমাটোগ্রাফি পুরস্কার পায় ‘গাড়িওয়ালা’র চিত্রগ্রাহক সোহাগ চৌধুরী।এছাড়াও এখন পর্যন্ত ৫ মহাদেশের ২২টি দেশের ৬০টি শহরে ৬০টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি। অর্জন করেছে মোট ২৪টি আন্তর্জাতিক পুরস্কার। এলএ/আরআইপি
Advertisement