পরীক্ষায় ফেল করার ঘটনাকে কেন্দ্র করে রংপুর মেডিকেল কলেজে ছাত্রলীগ কর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। এসময় তিন শিক্ষকের কক্ষ ভাঙচুর করা হয়। বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, রংপুর মেডিকেল কলেজের ৪২তম ব্যাচের প্রকাশিত দ্বিতীয় বৃত্তিমূলক পরীক্ষায় ছাত্রলীগের অধিকাংশ নেতাকর্মী ফেল করেন। এতে ছাত্রলীগ কর্মীরা উত্তেজিত হয়ে কলেজ ক্যাম্পাসে এসে পরীক্ষার দায়িত্বে থাকা মাইক্রোবায়োলজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. পরিমল মজুমদার, অধ্যাপক ডা. সামসুজ্জামান ও অধ্যাপক ডা. মজিবর রহমানের অফিস কক্ষ ভাঙচুর করেন। এসময় তারা কর্মকর্তা-কর্মচারীদের উপর চড়াও হন। তখন সাধারণ শিক্ষার্থীরা বাধা দিলে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে আনিস, জিয়া ও রিজভী নামের তিন ছাত্রলীগ কর্মী আহত হন। আহতদের রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।রংপুর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. আবু তালেব জাগো নিউজকে জানান, এ ব্যাপারে কলেজের একাডেমিক কাউন্সিলের সভা আহ্বান করা হয়েছে। সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জাগো নিউজকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।জিতু কবীর/এমজেড/আরআইপি
Advertisement