রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে পদোন্নতি বন্ধ রাখার প্রতিবাদে ও বকেয়া বেতনের দাবিতে প্রশাসনিক ও একাডেমিক ভবনের ১৯ জন শিক্ষক পদত্যাগ করেছেন। রোববার দুপুর ১২টায় শিক্ষকরা তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানান।শিক্ষকদের অভিযোগ, বর্তমান উপাচার্য দায়িত্ব গ্রহণের দেড় বছর সময় পার হলেও তিনি একবারও সহযোগী ও সহকারী অধ্যাপকদের পদোন্নতির জন্য আপগ্রেডেশনের ব্যবস্থা করেননি। এ বিষয়ে একাধিকবার আন্দোলন করেও কোনো অগ্রগতি না হওয়ায় রোববার একাডেমিক ও প্রশাসনিক ১৯ শিক্ষক একসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোরশেদুল আলম রনির কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন।
Advertisement