পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ‘সাতক্ষীরা ও খুলনার কয়রায় উপকূলীয় অঞ্চলে সমীক্ষা চালিয়ে টেকসই বাঁধ নির্মাণ পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্প আকারে এটি দ্রুত একনেকে অনুমোদন করা হবে।’
Advertisement
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগর ও খুলনার কয়রার ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এদিন মন্ত্রী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ‘আম্পানের পর এই এলাকার মানুষের দুঃখ-দুর্দশার চিত্র আমি নিজ চোখে দেখেছি। আগামীতে আর এমন হতে দেয়া যাবে না। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকায় বাঁধ দিতে গিয়ে যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে, তাদের ক্ষতিপূরণ দেয়া হবে।’
এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সঙ্গে ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ দৌলা, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) ড. মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী রফিকউল্লাহ, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, কয়রা উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের প্রমুখ।
Advertisement
পরে প্রতিমন্ত্রী সাতক্ষীরার শ্যামনগরের দাতিনাখালী, লেবুবুনিয়া ও খুলনার কয়রার গোলখালী, বেদকাশী, হরিণখোলার ভাঙন এলাকা পরিদর্শন করেন।
এএএইচ/জিকেএস