আন্তর্জাতিক

গোলাগুলিতে প্যারিস হামলার দুই সন্দেহভাজন নিহত

ফ্রান্সের উত্তরাঞ্চলীয় সেইন্ট ডেনিস শহরে পুলিশের সঙ্গে ব্যাপক গোলাগুলিতে সন্দেহভাজন দুই হামলাকারী নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার ভোরে ওই এলাকায় ফরাসি পুলিশের বিশেষ বাহিনীর অভিযানের সময় এ গোলাগুলির ঘটনা ঘটেছে। খবর আলজাজিরা ও গার্ডিয়ানের।এর আগে দেশটির নিরাপত্তাবাহিনীর কর্মকর্তারা বলেন, শুক্রবার প্যারিসে জঙ্গি হামলায় জড়িত নবম এক ব্যক্তির তথ্য তদন্তকারীরা পেয়েছেন। হামলার একটি ভিডিও ফুটেজে ওই ব্যক্তিকে দেখা যাওয়ার পর বুধবার অভিযান চালায় পুলিশ।ফ্রান্সের বিএফএম টিভি জানিয়েছে, উত্তরাঞ্চলীয় সেইন্ট ডেনিস শহরে পুলিশের অভিযানের সময় ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে ফ্রান্সে এটি নতুন কোনো সন্ত্রাসী হামলা নয় বলে দেশটির নিরাপত্তা বাহিনী নিশ্চত করেছে।ফ্রান্সের প্রসিকিউটর ফ্রান্সিস মলিনস বলেন, বুধবার পুলিশি অভিযানে প্যারিস হামলায় জড়িত দুই সন্দেহভাজন নিহত হয়েছে। পুলিশের অভিযান শুরু হলে এক নারী আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছে। এ সময় সেইন্ট ডেনিসে অন্তত সাতটি বিস্ফোরণ ঘটেছে। তবে নিহতদের পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।ফ্রান্সের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্যারিস হামলার মূল সন্দেহভাজন বেলজিয়ামের নাগরিক আবদেল হামিদ আবাউদকে ধরতে সেইন্ট ডেনিসে ওই অভিযান চালানো হয়। এছাড়া আরেক সন্দেহভাজন সালাহ আবদেস্লামকে আটক করাও ওই অভিযানের লক্ষ্য ছিল।শুক্রবার ফ্রান্সের প্যারিসের ছয়টি স্থানে সন্ত্রাসী হামলায় অন্তত ১২৯ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো চার শতাধিক। এদের মধ্যে দুইশ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর পরই দেশজুড়ে ব্যাপক অভিযান শুরু করেছে ফরাসি পুলিশ। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। এসআইএস/পিআর

Advertisement