রাজনীতি

বিএনপির নগর সমাবেশ কর্মসূচির তারিখ ঘোষণা

সদ্য সমাপ্ত স্থানীয় সরকার নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে এর প্রতিবাদে নগর সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

Advertisement

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ৬ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপি নেতাদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

দলটির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী মজিবর রহমান সরোয়ার এই কর্মসূচির ঘোষণা দেন।

সরোয়ার বলেন, আগামী ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে নগর সমাবেশ এর মাধ্যমে এই কর্মসূচি শুরু হবে। ভোট কারচুপির প্রতিবাদে ১৮ ফেব্রুয়ারি বরিশালে এবং ২৭ ফেব্রুয়ারি খুলনায় সমাবেশ হবে। ১ মার্চ হবে রাজশাহীতে। আর ঢাকা উত্তরে ৩ মার্চ এবং দক্ষিণে ৪ মার্চ সমাবেশ অনুষ্ঠিত হবে।

Advertisement

দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ঘোষিত এসব কর্মসূচির নেতৃত্ব দেবেন বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীরা।

পরবর্তী স্থানীয় সরকার নির্বাচনগুলোতে বিএনপি অংশ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি নেতারা এদিন বলেন, এটা দলীয় সিদ্ধান্তের ব্যাপার। নির্বাচনে যে অনিয়ম হয়েছে, কারচুপি হয়েছে আমরা প্রার্থী হিসেবে আমাদের অনুভূতি প্রকাশ করলাম।

এই কর্মসূচি দিয়ে বিএনপি কী অর্জন করতে চাইছে, এমন প্রশ্নের জবাবে বলা হয়, ‘এই কর্মসূচির মাধ্যমে আমরা জনগণকে সম্পৃক্ত করব।’

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল, খুলনা সিটি করপোরেশনের নজরুল ইসলাম মঞ্জু, ঢাকা উত্তরের তাবিথ আউয়াল এবং দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

Advertisement

কেএইচ/এসএস/এমএস