আগামী রোববার থেকে দুই সপ্তাহের জন্য কুয়েতি নাগরিক, তাদের নিকটাত্মীয় ও গৃহকর্মী ব্যতীত বিদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কুয়েত সরকার। বুধবার (৩ ফেব্রুয়ারি) কুয়েতের মন্ত্রিপরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে দেশটির সিভিল অ্যাভিয়েশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
Advertisement
করোনা সংক্রমণ বাড়ার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়েছে, যে সকল গৃহকর্মী বালসালামা প্ল্যাটফর্মের মাধ্যমে দেশটিতে প্রবেশের জন্য নিবন্ধন করেছেন তাদের প্রবেশে কোন বাধা নেই। আগতদের সাতদিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে পরের সাতদিন নিজ বাসায় কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়া কারো কাছে যদি ভুয়া অথবা জাল করোনা সনদ পাওয়া যায় তাহলে ফিরতি ফ্লাইটে নিজ দেশে পাঠিয়ে দেয়া হবে। সেইসঙ্গে ৫০০ কুয়েতি দিনার জরিমানা গুনতে হবে।
Advertisement
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সেলুন, বিউটি পার্লার, জিম, খেলাধুলার ক্লাব রোববার থেকে বন্ধ ছাড়াও মহল, রেস্টুরেন্ট রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত বন্ধ থাকবে। তবে হোম ডেলিভারি সার্ভিস চালু থাকবে। জাতীয় ছুটির দিনগুলোতে যেকোনো ধরনের গণজামায়েত, সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
ইএ/এমএস