যশোরে ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) গত এক বছরে ২০২ কোটি ৩৩ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকার চোরাচালান পণ্য আটক করেছে। এসময় তারা ১৩৬ জন চোরাকারবারীকেও আটক করতে সক্ষম হয়। এছাড়াও বিজিবি ৬ কেজি ৮৫৩ গ্রাম স্বর্ণসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করেছে। বুধবার দুপুরে ২৬ বিজিবি সদর দফতরে এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিজিবি দক্ষিণ পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরিদ হাসান, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল খলিলুর রহমান, ২৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় বিজিবি দক্ষিণ পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরিদ হাসান জানান, সীমান্ত সুরক্ষিত করার পাশাপাশি বিজিবি চোরাচালানরোধে কার্যকর নানা পদক্ষেপ গ্রহণ করে চলেছে। পাশাপাশি নানাভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা পণ্য আটকেও বিজিবি ভূমিকা রেখে চলেছে। আমদানিকৃত পণ্যের মধ্যেই শুল্ক ফাঁকিতে এখন অভিনব কায়দা ব্যবহার করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, সর্বশেষ গত ৮ নভেম্বর বিজিবি আমদানিকৃত ভারতীয় কাপড়ের একটি কার্গোভ্যান আটক করেছে। এই গাড়ি থেকে ১৫১টি বস্তা পাওয়া গেছে। সিটকাপড়ের ঘোষণা দিয়ে এই কাপড় আমদানি করা হয়। কিন্তু এর অর্ধেকের বেশিই শাড়ি ও ওড়না। যেগুলো একসাথে সেলাই করে সিটকাপড় দেখানো হয়েছে। এতে প্রতি কেজি পণ্যে প্রায় ৮ ডলার শুল্ক ফাঁকির ঘটনা ঘটেছে। শুল্ক ফাঁকির এসব বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি। মিলন রহমান/এমএএস/পিআর
Advertisement