নওগাঁর ধামইরহাটে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের ডারকা পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
নিহতরা হলো- আগ্রাদ্বিগুন ইউনিয়নের ডারকা দিঘী গ্রামের আরিফ হোসেনের ছেলে মাহফুজার রহমান শয়ন (৯) এবং পার্শ্ববতী পত্নীতলা উপজেলার গগণপুর গ্রামের সাইফুল্লাহ শেখের ছেলে আলিফ শেখ (১০)।
স্থানীয়রা জানান, ডারকা দিঘী গ্রামে শিশু আলিফ শেখ তার নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে গ্রামের পুকুরে সহপাঠীদের সঙ্গে আলিফ শেখ ও মাহফুজার রহমান শয়ন গোসল করতে যায়। মাছের খাবার দেয়ার একটি ড্রামে উঠে তারা পুকুরের মাঝখানে চলে যায়। একসময়ে ড্রাম পানিভর্তি হয়ে ডুবে যায়।
অন্যরা পুকুরে পাড়ে আসতে পারলেও ড্রামের সঙ্গে তারা দুইজন ডুবে যায়। পাড়ে যাওয়া শিশুরা বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সংবাদ দিলে তাকে উদ্ধারের চেষ্টা করা হয়। একসময় পুকুরের মাঝখানে ভেসে উঠে তাদের দেহ। পরে তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসা মৃত বলে ঘোষণা করেন।
Advertisement
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন পানিতে ডুবে দুই শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্বাস আলী/এসএমএম/এমকেএইচ