ভোলার মনপুরা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার রেবুর বিরুদ্ধে ভূমি দখল, নির্যাতন ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মনপুরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন ভুক্তিভোগীরা।
Advertisement
মানববন্ধনে মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের মো. বেলাল মাঝি, মো. ফারুক, নাজমা বেগমসহ একাধিক ব্যক্তি বলেন, মনপুরা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার রেবু তাদের পৈতৃক ও ক্রয়কৃত জমি জোর করে দখল করেছে। অনেকের কাছ থেকে সরকারিভাবে জমি বন্দোবস্ত দেওয়ার কথা বলে ৬০-৭০ হাজার টাকা করে নিয়েও জমি দিচ্ছেন না। উপজেলার গরিব ও অসহায় মানুষকে সরকারিভাবে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলে টাকা নিয়েও দিচ্ছেন না। টাকা ফেরত চাইলে তাদের লোকজন দিয়ে হামলা করে আহত করা হচ্ছে। বিভিন্ন মামলায় জড়ানোর হুমকিও দেয়া হয়।
তারা আরো বলেন, মনপুরা উপজেলায় তারা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসলেও বর্তমানে মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার রেবুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন। এ অবস্থা থেকে মুক্তির জন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
এমএইচআর/এএসএম/এমএস
Advertisement