খেলাধুলা

হাসপাতাল ছাড়লেন ম্যারাডোনা

গ্যাসট্রিক বাইপাস অপারেশন শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন দিয়েগো ম্যারাডোনা। সোমবার দুপুরে তাকে ছেড়ে দেয়া হয়। তবে আপাতত ভেনেজুয়েলার শহর মারাকাইবোর ‘হোটেল ইন্টারন্যাশনালে’ থাকবেন ফুটবল রাজপুত্র। পুরোপুরি সেরে উঠতে আরও ১০-১২ সময় লাগবে। ম্যারাডোনা হোটেলের যে ঘরে থাকবেন সেটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। যাতে শারীরিকভাবে কোনওরকম সমস্যা না হয়, সে ব্যাপারেও খেয়াল রাখা হয়েছে। ম্যারাডোনার সঙ্গে রয়েছেন ঘনিষ্ঠ বন্ধু আলেজো ক্লেরেসি। রোববার ‘গ্যাসট্রিক বাইপাস’ হয় ম্যারাডোনার। অস্ত্রোপচার করেন ডাঃ কার্লোস ফেলিপে চৌক্স। সাড়ে তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলে। চিকিৎসক জানিয়েছেন, ভেনেজুয়েলা তাকে পুত্রস্নেহে আপন করে নিয়েছে বরাবর। এ কারণেই দিয়েগো চেয়েছিলেন, এখানে তার অস্ত্রোপচার হোক৷ বিশ্বের অন্য কোনো জায়গায় গিয়ে অস্ত্রোপচার করাতে আগ্রহী ছিলেন না তিনি।  এমআর/এমএস

Advertisement