আন্তর্জাতিক

আলেজান্দ্রো মায়োরকাসের নিয়োগ অনুমোদন করল মার্কিন সিনেট

কিউবান বংশোদ্ভূত আলেজান্দ্রো মায়োরকাসকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান হিসেবে অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সিনেটের দেয়া এ অনুমোদনের ফলে প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন সংস্কার গতি পাবে বলে বিশ্লেষকরা মনে করছেন। খবর সিএনএন।

Advertisement

আলেজান্দ্রো প্রথম কোনো ল্যাটিনো এবং প্রথম অভিবাসী যিনি দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান হলেন।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতিকে সহজ করার লক্ষ্যে দায়িত্ব নিয়েই বাইডেন তিনটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এর মধ্যে উল্লেখযোগ্য মেক্সিকো সীমান্তে পিতামাতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া শিশুদের পুনরায় একসাথে করা।

নির্বাহী আদেশে স্বাক্ষরকালে বাইডেন বলেছেন, ‘আমি নতুন কোনো আইন করছি না। আমি খারাপ নীতি দূর করছি।’

Advertisement

এসব অভিবাসন সংস্কারের অধিকাংশ মায়োরকাসের নেতৃত্বেই সম্পন্ন হবে। কিউবান শরণার্থীর সন্তান মায়োরকাসের নিয়োগ সিনেটের নিশ্চিত করার বিষয়টিকে ঐতিহাসিক বলেই মনে করা হচ্ছে।

এমএইচআর/এমএস