জাতীয়

বিদেশ গমনেচ্ছুদের করোনার নমুনা পরীক্ষা ৫ লাখ ছাড়াল

দেশের ১৫টি সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে বিদেশ গমনেচ্ছু যাত্রীদের করোনাভাইরাস পরীক্ষা নমুনা সংগ্রহ করা হচ্ছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) পর্যন্ত মোট পাঁচ লাখ ২ হাজার ৬৭৫ জন বিদেশ গমনেচ্ছুর নমুনা সংগ্রহ করা হয়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় চার হাজার ৪২০ জনের নমুনা সংগ্রহ করা হয়।

Advertisement

আজ বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট পাঁচ লাখ দুই হাজার ৬৭৫ জনের নমুনার মধ্যে বিভিন্ন সিভিল সার্জন অফিস যেমন- সিভিল সার্জন অফিস ঢাকার অধীনে সর্বোচ্চ সংখ্যক দুই লাখ ৮৫ হাজার ৬৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। এছাড়া বরিশালে এক হাজার ৪৭০ জন, চট্টগ্রামে ৯৪ হাজার ৪৬৫ জন, কক্সবাজারে পাঁচ হাজার ৭৮৫ জন, কুমিল্লায় ৩১ হাজার ৯৪৮ জন, নারায়ণগঞ্জে সাত হাজার ২৮৩ জন, খুলনায় ১২ হাজার ৩১৬ জন, কুষ্টিয়ায় চার হাজার ৭১৬ জন, ময়মনসিংহে তিন হাজার ৪৪১ জন, বগুড়ায় এক হাজার ৮৮০ জন, রাজশাহীতে ৫ হাজার ১৮৪ জন, দিনাজপুরে এক হাজার ২০৯ জন, রংপুরে এক হাজার ১৩১ জন, সিলেটে ৩২ হাজার ৬৫৩ জন এবং নোয়াখালীতে ১৩ হাজার ৫৫৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় সিভিল সার্জন অফিস ঢাকায় ২ হাজার ৯০ জন, বরিশালে ২৫ জন, চট্টগ্রামে ৯১০ জন, কক্সবাজারে ৭৮ জন, কুমিল্লায় ৩৭৭ জন, নারায়ণগঞ্জে ১০১ জন, খুলনায় ১৩৯ জন, কুষ্টিয়ায় ৭১ জন, ময়মনসিংহে ৫১ জন, বগুড়ায় ৩৩ জন, রাজশাহী ৬৪ জন, দিনাজপুরে ১৫ জন, রংপুরে ৯ জন, সিলেটে ১৯৭ জন ও নোয়াখালীতে ২৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়।

Advertisement

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১১ জন পুরুষ ও দুজন নারী। ১৩ জনের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ জন ও বাসায় দুজন মারা যান। এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ১৬২ জনে।

এছাড়া এই সময়ে ২০৬টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ১৪৭টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৯৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৬ লাখ ৯৩ হাজার ৬৩৪টি। এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৪৩৮ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা পাঁচ লাখ ৩৬ হাজার ৫৪৫ জন।

এমইউ/এমএসএইচ/এমকেএইচ

Advertisement