জাতীয়

করোনায় ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯০ শতাংশ

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৫৭৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৮১ হাজার ৩০৬ জন। করোনা রোগী শনাক্তে নমুনা পরীক্ষা ও শনাক্তকৃত রোগীর সংখ্যার বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৬ শতাংশ।

Advertisement

বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম রোগীর মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় ২০৬ টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ১৪৭ টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৯৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এনিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৬ লাখ ৯৩ হাজার ৬৩৪টি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা ৫৭৮ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৪০৭ জন, চট্টগ্রাম বিভাগে ১১১ জন, রংপুর বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ১৩ জন, বরিশাল বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ৯ জন, সিলেট বিভাগে ১২ এবং ময়মনসিংহে ৮ জন রয়েছেন।

Advertisement

এমইউ/এএএইচ/এএসএম