জাতীয়

করোনায় মৃতের ৮০ শতাংশের বেশি পঞ্চাশোর্ধ্ব

দেশে গত বছরের ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত। করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। বুধবার (৩ ফেব্রুয়ারি) গত ২৪ ঘন্টায় ১৩ জনসহ মোট ৮ হাজার ১৬২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ছয় হাজার ১৮৮ জন (৭৫ দশমিক ৮১ শতাংশ) ও মহিলা এক হাজার ৯৭৪ জন(২৪ দশমিক শূন্য ১৯ শতাংশ)।

Advertisement

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, করোনায় এ পর্যন্ত মৃত আট হাজার ১৬২ জনের মধ্যে ৮০ দশমিক ৪০ শতাংশের বয়স ৫০ বছরের বেশি। তাদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক চার হাজার ৫২৩ জন অর্থাৎ ৫৫ দশমিক ৪২ শতাংশের বয়স ৬০ বছরের বেশি এবং দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক দুই হাজার ৩৯ জন অর্থাৎ ২৪ দশমিক ৯৮ শতাংশের বয়স ৫১ থেকে ৬০ বছর।

এছাড়া চল্লিশোর্ধ্ব ৯৩৩ জন (১১ দশমিক ৪৩ শতাংশ), ত্রিশোর্ধ্ব ৪০৪ জন (চার দশমিক ৯৫ শতাংশ), বিশোর্ধ্ব ১৬৫ জন (দুই দশমিক শূণ্য দুই শতাংশ), দশোর্ধ্ব ৬২ জন (শূন্য দশমিক ৭৬ শতাংশ) এবং দশ বছরের কম বয়সী ৩৬ জন (শূন্য দশমিক ৪৪ শতাংশ)।

এমইউ/এএএইচ/জিকেএস

Advertisement