খেলাধুলা

আবেগের ম্যাচে ফ্রান্সের হার

নিশ্ছিদ্র নিরাপত্তায় লন্ডনের ওয়েম্বলিতে মঙ্গলবার রাতে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যকার ম্যাচটি যতটা না ছিল ফুটবল লড়াইয়ের, তার চেয়ে বেশি ছিল আবেগের, ভালোবাসার। আর আবেগের এই ম্যাচে ঘরের মাঠে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছে ইংলিশরা।ওয়েম্বলিতে এক মিনিটের নীরবতার মধ্যে দিয়ে শুরু হয় ফুটবল লড়াই। মাঠের লড়াইয়ে প্রথম সুযোগ তৈরি করেছিল ফ্রান্স। কিন্তু সপ্তম মিনিটে ২২ গজ দূর থেকে নেওয়া ইয়োহান কাবাইয়ের শট ক্রসবারের সামান্য উপর দিয়ে চলে যায়।প্রথম ১০ মিনিট ফরাসিদের আক্রমণে স্বাগতিকরা কিছুটা কোণঠাসা থাকলেও অল্প সময়েই নিজেদের গুছিয়ে নেয় ইংল্যান্ড। ম্যাচের ৩৮ মিনিটে এগিয়ে যায় ইংল্যান্ড।  ডান দিকে প্রায় ২৫ গজ দূর থেকে বিদুৎ গতির কোনাকুনি শটে বল জালে জড়ান দেশের হয়ে প্রথমবারের মতো শুরুর একাদশে খেলতে নামা ডেলে আলি। বিরতির ৩ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ওয়েইন রুনি। ডান পায়ের ভলিতে দেশের হয়ে ৫১তম গোলটি করেন ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা। ৬৪তম মিনিটে একটি গোল শোধ করেই ফেলেছিল ফ্রান্স। পল পগবার ভলি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ইংল্যান্ডের বদলি গোলরক্ষক জ্যাক বাটল্যান্ড। বাকি সময় আর গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।এমআর/এমএস

Advertisement