শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২৪ ঘণ্টায় (১ ফেব্রুয়ারি সকাল আটটা থেকে ২ ফেব্রুয়ারি সকাল আটটা পর্যন্ত) যুক্তরাজ্যফেরত নতুন ২৭ জন যাত্রীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে দেশটি থেকে ফেরত আসা যাত্রীদের মধ্যে বর্তমানে মোট কোয়ারেন্টাইনে রয়েছেন এক হাজার ১৮৫ জন।
Advertisement
এই সময়ে আসা যাত্রীদের মধ্যে আনুষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো ২৭ জন ছাড়া অবশিষ্টদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত চিকিৎসক ডা. রাফসান আহমেদ এসব তথ্য জানান।
তিনি বলেন, ১ ফেব্রুয়ারি দোহা থেকে আসা কিউআর ৬৪০ ফ্লাইটের ছয়জনকে, ইস্তাম্বুল থেকে আসা টিকে ৭১২ ফ্লাইটে ১৯ জনকে এবং দোহা থেকে আসা কিউআর ৬৩৮ ফ্লাইটের একজনকে আশকোনা হজ ক্যাম্পে পাঠানো হয়। পরে তাদের পছন্দমাফিক সরকার নির্ধারিত আবাসিক হোটেলে সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
Advertisement
এছাড়া দোহা থেকে আসা কিউআর ৬৪০ ফ্লাইটের একজন যাত্রীকে কোয়ারেন্টাইনে নিয়ে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। তবে ঠিক কী কারণে তাকে সেখানে পাঠানো হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ডা. রাফসান আহমেদ।
উল্লেখ্য, এই একই সময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ৩০টি ফ্লাইটে চার হাজার ৪৫০ জন যাত্রী দেশে আসেন বলেও জানিয়েছেন এই চিকিৎসক।
এমইউ/এমআরআর/এমএস
Advertisement