আবুধাবি প্রবাসীকল্যাণ সমিতির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে স্থানীয় হোটেলে সম্মাননা স্বারক প্রদান ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। করোনাভাইরাসের কারণে যথাসময়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্ভব না হলেও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সংগঠনটি।
Advertisement
সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে নুর আলম রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সংগঠক ও সাংবাদিক আবদুল আলীম সাইফুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী সাইদুর রহমান। এছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন যমুনা টিভির আমিরাত প্রতিনিধি মুহাম্মদ রফিক উল্যাহ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক আজিজ কাজল, সংগঠনের দফতর সম্পাদক দাউদুল ইসলাম, আব্দুল হালিম, আবদুর রব, কুতুবউদ্দিন ও জুয়েল প্রমুখ।
আলোচনা সভায় সভাপতি বিগত দুই বছরের সংগঠনের সব কর্মকাণ্ডের হিসাব প্রকাশ করেন এবং আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন।
Advertisement
প্রধান অতিথি আবদুল আলীম সাইফুল তার বক্তব্যে সমিতির বিগত মানবিক কাজগুলোর ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনের সকল মানবিক কাজে সংগঠনের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সেই সঙ্গে এই সংগঠনকে হাটি হাটি পা পা করে এতদূর নিয়ে আসার জন্য কার্যকরী কমিটির সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
সভায় প্রবাসীকল্যাণ সমিতির মাধ্যমে একটি মানবিক ইউনিট গঠনের দাবি উত্থাপিত হলে সবার সম্মতিতে শিগগির মানবিক ইউনিট কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং সমিতির সব সদস্যদের জন্য ১ লাখ টাকার বীমা ঘোষণা করা হয়।
সভা শেষে করোনাকালে বিভিন্ন মানবিক কাজে অবদানের জন্য বাংলা ধারার আমিরাত প্রতিনিধি আবদুল আলীম সাইফুল, যমুনা টিভির আমিরাত প্রতিনিধি মো. রফিক উল্যাহ, প্রবাসী অধিকার পরিষদের সমন্বয়ক মাহফুজুর রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী সাইদুর রহমানকে সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্বারক প্রদান করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওমর কাইয়ুম, মোহাম্মদ হাসান, কামাল উদ্দিন, আখতারুজ্জামান প্রমুখ।
Advertisement
এআরএ/জিকেএস