আগের ম্যাচে আর্জেন্টিনার সাথে ড্র করার পর বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের পরের ম্যাচে পেরুর বিপক্ষে বড় জয় দিয়ে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। নিজেরদের মাঠে পেরুকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। ঘরের মাঠে শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে নেইমার-উইলিয়ানরা। এরই ধারাবাহিকতায় ম্যাচের ২২ মিনিটের মাথায় উইলিয়ানের ক্রসে ব্রাজিলকে লিড এনে দেন ডগলাস কস্তা। প্রায় ২০ মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি একটুর জন্য পাননি কস্তা; তার বাঁকানো শট লাগে পোস্টে। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কার্লোস দুঙ্গার শিষ্যরা। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে কস্তার পাসে ব্যবধান দ্বিগুন করেন মিডফিল্ডার রেনাতো আগুস্টো। নির্ধারিত সময়ের তের মিনিট আগে পেরুর জালে বল পাঠান লেফট ব্যাক ফিলিপে লুইস। বাকি সময় আর গোল না হলে দাপুটে জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে নেইমার-দানি আলভেজরা।এ জয়ে পয়েন্ট টেবিলে চার ম্যাচ শেষে দুই জয়, এক ড্র ও এক পরাজয়ে সাত পয়েন্ট নিয়ে তিন নম্বরে ব্রাজিল।এমআর/এমএস
Advertisement