ভারতের সবুজ সংকেত পাওয়ায় বিলুপ্ত ছিটমহলের ১৬টি পরিবারের ৪৮ জন সদস্য ভারত যাচ্ছেন। রোববার বেলা ১১টায় চিলাহাটি-হলদিবাড়ী চেকপোস্টের মাধ্যমে তারা ভারত যাচ্ছেন। বুধবার জেলা প্রশাসন এ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে চলতি মাসের ৯ নভেম্বর ভারত যাওয়ার কথা থাকলেও ভারতীয় কর্তৃপক্ষের সংকেত না পাওয়ার কারণে বাংলাদেশ কর্ণেপক্ষ তাদের ভারতে পাঠাতে পারেনি।এদিকে, সীমান্তের ওপারে ভারতীয় কর্তৃপক্ষ বিলুপ্ত ছিটমহলবাসীদের বরণ করার জন্য নির্মাণ করেছে বিশাল সবুজ প্যান্ডেল। নভেম্বর মাসে চিলাহাটি-হলদিবাড়ী দিয়ে ৪ দফায় এ সীমান্ত দিয়ে ৪৮৭ জনের ভারত গমনের দিন নির্ধারণ করা হয়েছে। আর এজন্য বাংলাদেশ সরকারের পক্ষে তাদের সুষ্ঠুভাবে ভারতের সীমান্ত অতিক্রম করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নীলফামারীর ডোমার উপজেলার ভোগভাবুড়ী ইউনিয়নের চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ী পর্যন্ত একটি মাটির রাস্তা তৈরি করা হয়েছে।চিলাহাটি-হলদিবাড়ী সীমান্ত পথ দিয়ে রোববার (২২ নভেম্বর) থেকে ২৬ শে নভেম্বর পর্যন্ত ৪ দফায় ১১টি বিলুপ্ত ছিটমহলের ভারতীয় নাগরিকত্ব গ্রহণকারী ৯৯টি পরিবারের ৪৮৭ জন সদস্য ভারত গমন করবে মর্মে প্রশাসন যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে রেখেছে।১ম দফায় আগামী রোববার বেলা ১১টায় ৯৮ নম্বর বিলুপ্ত গাড়াতি ছিটমহলের একটি পরিবার, ৩২ নম্বর বিলুপ্ত নাটকতলা ছিটমহলের ২টি পরিবার, ৩৪ নম্বর বিলুপ্ত বেনুয়ারডাঙ্গা ছিটমহলের ১টি পরিবার, ৩৬ নম্বর বিলুপ্ত কাজলদিঘি ছিটমহলের ১টি পরিবার, ৪১ নম্বর বিলুপ্ত নাজিরগঞ্জ ছিটমহলের ৪টি পরিবার ও ৪২ নম্বর বিলুপ্ত নাজিরগঞ্জ ছিটমহলের ৬টি পরিবারসহ ১৬টি পরিবার ভারত যাবে। দ্বিতীয় দফায় সোমবার ভারত যাবে ২ নম্বর বিলুপ্ত কোটভাজনি ছিটমহলের ৩০ পরিবার ও ৩ নম্বর বিলুপ্ত বালাপাড়া খাগড়াবাড়ী ১টি পরিবারসহ ৩১টি পরিবার। তৃতীয় দফায় ২৪ নভেম্বর ভারত যাবে এক নম্বর বিলুপ্ত দহলা খাগড়াবাড়ী ছিটমহলের ২৯টি পরিবার। চতুর্থ দফায় ২৬ নভেম্বর ভারত যাবে এক নম্বর দহলা খাগড়াবাড়ী বিলুপ্ত ছিটমহলের ১৭টি পরিবার ও ৩৮ নম্বর দইখাতা বিলুপ্ত ছিটমহলের ৬টি পরিবারসহ ২৩টি।ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা জাগো নিউজকে বলেন, ইতোমধ্যে পরিবারগুলোর ট্র্যাভেল পাস প্রদান করা হয়েছে। ভারত থেকে সবুজ সংকেত পাওয়ায় আগামী ২২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর ৪ দফায় ৯৯টি পরিবার ভারত যাবে। নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক মুজিবুর রহমান মুঠোফোনে জাগো নিউজকে জানায়, ভারত সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়ায় বিলুপ্ত ছিটমহলবাসীদের ৪ দফায় ভারতে পাঠানো সকল প্রস্তুতি নেয়া হয়েছে।জাহেদুল ইসলাম/এসএস/এমএস
Advertisement