ভারতে করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তিদের স্মরণে অনলাইনে এক বিশেষ উদ্যোগ নিয়েছেন একদল ডাক্তার ও সমাজসেবী। এর মাধ্যমে করোনায় মৃতদের পরিবারের সদস্য ও বন্ধুরা ভার্চুয়ালভাবে শ্রদ্ধা জানাতে পারবেন। খবর বিবিসির।
Advertisement
সমাজসেবীরা ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকদের সহযোগিতায় এই স্মরণিকা পরিচালনা করবেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে এক লাখ ৫৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে সম্প্রতি দৈনিক আক্রান্তের হার কমে এসেছে দেশটিতে।
কোভিড কেয়ার নেটওয়ার্ক নামক একটি বেসরকারি উন্নয়ন সংস্থা স্মরণিকার ওয়েবসাইট nationalcovidmemorial.in চালু করেছেন। কলকাতার একদল ডাক্তার এই সংস্থার নেতৃত্বে রয়েছেন।
ইতোমধ্যেই মৃতদের স্বজনরা স্মরণিকার ওয়েবসাইটে তাদের শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন শুরু করেছেন। ভেরিফিকেশনের জন্য পরিবারকে মৃত ব্যক্তির মৃত্যু সনদ অথবা ফোন নাম্বার আপলোড করতে হবে।
Advertisement
নেটওয়ার্কের সদস্য ডা. অভিজিৎ চৌধুরী বলেন, ‘জাতীয় কোভিড স্মরণিকা হল এই রোগে মৃতদের স্মৃতি স্বজনদের মাধ্যমে বাঁচিয়ে রাখার একটি উদ্যোগ।’ তিনি আরও বলেন, ‘যারা মারা গেছেন তাদের মর্যাদা কিছুটা ফিরিয়ে আনবে এই স্মরণিকা। স্বজনদের উপস্থিতি ছাড়াই তাদের দাহ করা হয়েছিল।’
মহামারির সময় সংক্রমণের ঝুঁকির কারণে ভারতে মৃতদের অন্ত্যেষ্টিক্রিয়ায় অধিকাংশ সময়েই পরিবারের স্বজনদের উপস্থিত থাকতে দেয়া হত না। এই ভয় ও কুসংস্কার এতই তীব্র হয়ে উঠেছিল যে দক্ষিণ ভারতে গত আগস্টে এক স্বনামধন্য ডাক্তার করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে তাকে কবর দিতে দেয়া হয়নি।
ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দুসহ অনেকগুলো সংবাদপত্র প্রকাশকারী প্রতিষ্ঠান ‘দ্য হিন্দু গ্রুপ অব পাবলিকেশন্স’র পরিচালক এন রাম বলেন, ‘দরিদ্র ও নিঃস্ব’ ব্যক্তিরা যারা এই ভাইরাসে মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা সংগ্রহ করতে স্বেচ্ছাসেবী, এনজিও ও সাংবাদিকদের একযোগে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ‘স্মরণিকাটি হতে হবে সবার অংশগ্রহণমূলক। এতে কেউ যেন বাদ না পড়ে।’
Advertisement
এমকে/জিকেএস