আইন-আদালত

সাকা-মুজাহিদের রায় সাড়ে ১১টায়

মানবতাবিরোধী অপরাধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন (সাকা) কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের রায় আজ (বুধবার) বেলা সাড়ে ১১টায় ঘোষণা করা হবে।বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চে সালাউদ্দিন (সাকা) কাদের চৌধুরীর রিভিউ আবেদন শেষে রায় ঘোষণার এ সময় নির্ধারণ করেন।বেঞ্চের অপর তিন বিচারপতি হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।এর আগে গত ২৯ জুলাই সালাউদ্দিন (সাকা) কাদের চৌধুরীকে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রেখে রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরে গত ৩০ সেপ্টেম্বর রায় প্রকাশ করেন আপিল বিভাগ।আপিলের রায়ের পর সালাউদ্দিন (সাকা) কাদের চৌধুরী রিভিউ আবেদন করলে আজ (বুধবার) আদলতে তার শুনানি অনুষ্ঠিত হয়।অন্যদিকে, গতকাল (মঙ্গলবার) মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের শুনানি শেষে আজ (বুধবার) রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ করেন আদলত।এফএইচ/আরএস

Advertisement