নারায়ণগঞ্জে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের রাজনৈতিক অঙ্গনে যেমন `বড় ভাই` রয়েছে, তেমনি অসংখ্য `ছোট ভাই`ও আছে। সেই নূর হোসেন পাঁচ দিন ধরে কারাগারে বন্দি থাকলেও তাকে দেখতে যায়নি কেউ। নূর হোসেনকে ভারত থেকে ফিরিয়ে আনার পর তার সাঙ্গোপাঙ্গ কিছুটা সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করলেও এখন তারা প্রকাশ্যে আসছে না। নূর হোসেনের এখন সময় কাটাচ্ছেন কাশিমপুর-২ কারাগারে। কাশিমপুর-২ কারাগারের তত্ত্বাবধায়ক বলেন, (গতকাল) মঙ্গলবার বিকাল পর্যন্ত নূর হোসেনের সঙ্গে দেখা করতে কেউ আবেদন করেনি। কারাগারের একটি সূত্র জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকার সময় নূর হোসেনের সৎ ভাই পরিচয়ে এক যুবক তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তবে তার আবেদন যথাযথ হয়নি বলে তাকে ফিরিয়ে দেয়া হয়েছে। কাশিমপুর কারাগারে সেলের ভেতর অনেকটা নিশ্চুপ সময় কাটছে নূর হোসেনের। নারায়ণগঞ্জের স্থানীয় সূত্র জানায়, নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার পর তার অনুসারীদের মধ্যে কিছুটা প্রাণচাঞ্চল্য দেখা গিয়েছিল। তবে গত সোমবার পুলিশ নূর হোসেন, তার ভাই ও ভাতিজার বাসায় দুই ঘণ্টা অভিযান চালানোর পর তার ভাতিজা ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল বাদলসহ সাঙ্গোপাঙ্গরা আবারও আত্মগোপনে চলে যায়। গ্রেফতার আতঙ্কে তারা কারাগারেও নূর হোসেনের সঙ্গে দেখা করার সাহস পাচ্ছে না। সর্বশেষ সোমবার পুলিশি অভিযানের পর নূরের ভাতিজা কাউন্সিলর শাহজালাল বাদল, নূর হোসেনের বড় ভাই নূরু ইসলাম খান, নূর ছালাম, নূরউদ্দিন, ছোট ভাই নূরুজ্জামান জজসহ তাদের সহযোগীরাও আত্মগোপনে চলে যায়। গত বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনার পর ভারতে পালিয়ে যান নূর হোসেন। ওই বছরের ১৪ জুন কলকাতার বাগুইআঁটিতে পুলিশের হাতে ধরা পড়েন তিনি। ১২ নভেম্বর কলকাতা থেকে দেশে ফিরিয়ে আনা হয় তাকে। এর পর থেকে নূর হোসেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। গত রোববার রাতে তাকে গাজীপুরের কাশিমপুর-২ কারাগারে স্থানান্তর করা হয়।জেডএইচ/এমএস
Advertisement