পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড। মঙ্গলবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতে ২০৮ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে ৪১ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। ২০৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৭ রানেই দুই উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। কিন্তু তৃতীয় উইকেট জুটিতে অ্যালেক্স হালস ও মরগান মিলে ৬০ রানের জুটি গড়েন। চতুর্থ উইকেট জুটিতে মাত্র ৬ রান এলেও পঞ্চম উইকেট জুটিতে টেলর ও বাটলার মিলে অপরাজিত ১১৭ রানের জুটি গড়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন। ৬৭ রানে অপরাজিত থাকেন টেইলর। তার ৬৯ বলের ইনিংসটি ৬টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ। টেইলরের সঙ্গে অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে ১১৭ রানের জুটি উপহার দেয়া বাটলার অপরাজিত থাকেন ৪৯ রানে। বল হাতে পাকিস্তানের জাফর ২টি উইকেট নেন। একটি করে উইকেট নেন ইরফান ও মালিক। এর আগে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান পাকিস্তানকে ভালো সূচনাই এনে দিয়েছিলেন। আজহার আলির ৩৬, বাবর আজমের ২২ আর মোহাম্মদ হাফিজের ৪৫ রানের সুবাদে এক সময়ে দলটির সংগ্রহ ছিল ২ উইকেটে ১৩২ রান। এরপরই দিক হারায় পাকিস্তান। আজহার আলী, শোয়েব মালিক ও মোহাম্মদ রিজওয়ানের রান আউট দলের বিপদ আরো বাড়ে। শেষ দিকে ওয়াহাব রিয়াজের অপরাজিত ৩৩ রানের সুবাধে দুইশ’ পার হয় পাকিস্তানের সংগ্রহ। ৪০ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার ক্রিস ওকস। প্রথম ওয়ানডে ম্যাচে পাকিস্তান ৬ উইকেটে জয় পেয়েছিল। এর পর দ্বিতীয় ওয়ানড়ে দারুণভাবে ঘুরিয়ে দাঁড়িয়ে ছিল ইংল্যান্ড। সে ম্যাচে পাকিস্তানকে ৯৫ রানে হারায় ইংল্যান্ড। ২০ নভেম্বর সিরিজ নির্ধারণী ম্যাচ চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।জেডএইচ/এমএস
Advertisement