ঈশ্বরদীর আমবাগান পুলিশ ফাঁড়ি মাঠে জেলা পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ২৫জন মাদক বিক্রেতা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার রাতে থানা পুলিশের আয়োজনে এই অনুষ্ঠানে তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা পুলিশ সুপার আলমগীর কবির। তিনি তাদের ফুল দিয়ে সুস্থ্য জীবনে ফিরে আসার জন্য স্বাগত জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওসি বিমান কুমার দাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার আবু জাহেদ, উপজেলা নির্বাহী অফিসার শাকিল মাহমুদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার সামসুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, আব্দুল খালেক, তোফাজ্জল হোসেন, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলরসহ তিন শতাধিক মানুষ। এ সময় মাদক বিক্রেতারা মঞ্চে এসে শপথ করেন কোনো দিন আর মাদকের সঙ্গে তারা যুক্ত হবেন না। আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছে- ঈশ্বরদী শহরের ফতেহ মোহাম্মদপুর এলাকার একরাম খান, আকতার, খোকন, রাসু, আজগর, রফিক, আকরাম, মুরাদ, ভুলু ও বুলু। পূর্বটেংরীর সেকেন্দার, নুর মোহাম্মদ। আমবাগানের পাপ্পু, রুনু, মাসুদ, সেলিম। নুরমহল্লার রকিব। কলেজপাড়ার শফি, কবি, ভাটাপাড়ার রুবেল, মাসুদ। কাচারিপাড়ার শুটকি, পিয়ারাখালীর আব্দুল মজিদ ও কালু। উল্লেখ্য, পাবনার পুলিশ সুপার আলমগীর কবিরের মাদক বিরোধী কঠোর অবস্থানের কারণে বিভিন্ন উপজেলায় বর্তমানে মাদক বিক্রেতাদের তৎপরতা কমে গেছে। আলাউদ্দিন আহমেদ/এসএস/এমএস
Advertisement