মেসি-আগুয়েরোর-কার্লোস তেভেজকে ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়াকে একমাত্র গোলে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে আর্জেন্টিনা। রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ওঠার লড়াইয়ে এটা জেরার্দো মার্তিনোর দলের প্রথম জয়। মঙ্গলবার কলম্বিয়ার বারানকিইয়ার মেট্রোপলিটন স্টেডিয়ামে ম্যাচের ২০তম মিনিটে ১-০ তে এগিয়ে যায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ২০ মিনিটে ডি-বক্সে ঢুকে পড়ে ডান দিক থেকে এসেকিয়েল লাভেস্সি বল বাড়িয়েছিলেন মাঝে। গোলরক্ষক দাভিদ অসপিনা আর সেন্ট্রাল ডিফেন্ডার ক্রিস্তিয়ান সাপাতাকে ফাঁকি দিয়ে বল এসে পড়ে লুকাস বিলিয়ার পায়ে। ফাঁকা জালে বল ঢোকাতে কোনো ভুল করেননি লাৎসিওর এই মিডফিল্ডার। ৩৪তম মিনিটে ফুনেস মোরির ভুলে ডি-বক্সে বল পেয়ে গিয়েছিলেন কলম্বিয়ার স্ট্রাইকার কার্লোস বাক্কা। বল আয়ত্তে নিয়ে আর্জেন্টিনাকে রক্ষা করেন গোলরক্ষক রোমেরো। ৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ একটা সুযোগ এসেছিল। হিগুয়াইনের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে পড়েছিলেন ডি মারিয়া। কিন্তু সামনে শুধু গোলরক্ষককে পেয়েও ডান পোস্টের বাইরে দিয়ে শট নেন পিএসজির এই তারকা।বিরতির পর পরই ডি-বক্সের ভেতর থেকে আর্জেন্টিনার এভার বানেগার শট দ্বিতীয় প্রচেষ্টায় বিপদমুক্ত করেন অসপিনা।অতিরিক্ত সময়ে কলম্বিয়াকে সমতায় ফেরানোর দারুণ এক সুযোগ পেয়েছিলেন মুরিলো। বক্সের ডানদিকে ওপরে ওঠা বলে ধরেতে গিয়ে নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হন আর্জেন্টিনার গোলরক্ষক রোমেরো। সেখান থেকে কলম্বিয়ার চাওসের শট প্রতিহত হলেও বক্সের সামনে বল পেয়ে যান মুরিলো। রোমেরো তখনও গোলপোস্টে আসতে পারেননি। কিন্তু বল উড়িয়ে মেরে সুবর্ণ সুযোগ নষ্ট করেন কলম্বিয়ান স্ট্রাইকার। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়েন ডি মারিয়া, মাশচেরানোরা।২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে প্রথম ম্যাচ হারা আর্জেন্টিনা পরের দুটি ম্যাচ ড্র করে। সেই সঙ্গে দশ দলের মধ্যে তালিকায় নবম স্থানে নেমে যায়। তবে এবার কলম্বিয়াকে হারিয়ে ৫ পয়েন্ট নিয়ে আপাতত চতুর্থ স্থানে উঠে এসেছে আর্জেন্টিনা। জেডএইচ/এমএস
Advertisement