প্রবাস

দুবাইয়ে দুই বাংলাদেশির মুন লাইট ট্যুরিজমের উদ্বোধন

বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। তবে পর্যটন খাতে সংযুক্ত আরব আমিরাতে ব্যাপক চাহিদা থাকায় সে ক্ষতি পুষিয়ে উঠতে আবারও এ ব্যবসা শুরু করতে যাচ্ছেন তারা।

Advertisement

ব্যবসায়ীরা বলেন, সংযুক্ত আরব আমিরাতে ট্যুরিজম ব্যবসায় সাফল্য অর্জন করেছেন অনেক বাংলাদেশি। ফলে দেশটিতে এ ব্যবসায় বিনিয়োগ করছেন অনেকে। প্রায় প্রতিটি শহরে গড়ে উঠেছে বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ব্যবসা প্রতিষ্ঠান। যদিও করোনা মহামারির কারণে লোকসানের মুখে পড়তে হয়েছে এ খাতের ব্যবসায়ীদের।

তবে সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। পাশাপাশি সম্ভাবনাময় এ খাতে নতুন করে অনেকে বিনিয়োগ করছেন। দুবাইয়ের আল নাদায় বাংলাদেশি যৌথ মালিকানাধীন মুন লাইট ট্যুরিজম এলএলসির উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ীরা এসব কথা বলেন।

ট্যুরিজম খাতে বিনিয়োগ করে সফলতা পেতে শতভাগ নিষ্ঠা, সততা ও একাগ্রতার বিকল্প নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা।

Advertisement

করোনা পরিস্থিতির কারণে এ সেক্টরের যে লোকসানের শিকার হয়েছেন তা পুষিয়ে নিতে নতুন উদ্যমে কাজ শুরুর প্রত্যয় জানান প্রতিষ্ঠানের তরুণ এই দুই ব্যবসায়ী। এজন্য সবার সহযোগিতা কামনা করেন তারা। দেশের অর্থনীতিকে সচল রাখা ও প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এ সেক্টর গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মন্তব্য করেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটের প্রথম সচিব শ্রম ফকির মনোয়ার হোসেন, দ্বিতীয় সচিব পাসপোর্ট মো. মোজাফ্ফার হোসেন, প্রতিষ্ঠানের যৌথ পরিচালক মো. আমরান হোসেন, আব্দুল আউয়াল, লোকাল স্পন্সর হাসান আলী আল সোয়াদি, মোহাম্মদ আলী আল সোয়াদি, কাজী গুলশান আরা, মো. কামাল উদ্দিন, লিটন শেখ, বেলাল হোসেন পাটোয়ারী, আরিফ মাহমুদ, সংগীত শিল্পী মো. মাসুম, বঙ্গ শিমুল, মো. তালহা, মো. সোহেল ও সুজন শেখসহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

এআরএ/এমএস

Advertisement