ডিসেম্বরে নিউজিল্যান্ডের সফরের জন্য টেস্ট, ওয়ানডে ও টি-২০ ফরম্যাটের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন উদারা জয়াসুন্দেরা ও জেফরি ভান্দারসে। তবে শ্রীলঙ্কার হয়ে একটি মাত্র টি-২০ খেলেছেন ভান্দারসে।কিথুরুয়ান ভিথানাগেকে টেস্ট ও টি-২০ স্কোয়াডে রাখা হলেও ওয়ানডে দলে সুযোগ হয়নি তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের দলে থাকা লাহিরু থিরিমান্নে বড় ফরম্যাটের দল থেকে বাদ পড়েছেন। তবে ওয়ানডে দলে সহ-অধিনায়ক হিসেবেই খেলবেন থিরিমান্নে।আসন্ন নিউজিল্যান্ড সফরে দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। আগামী ১০ ডিসেম্বর সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। মূল লড়াইয়ের আগে ৩ ডিসেম্বর নিউজিল্যান্ড বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।শ্রীলঙ্কা টেস্ট দল : অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), কুশাল মেন্ডিস, উদারা জয়াসুন্দেরা, দিনেশ চান্ডিমাল, কুসল পেরেরা, মিলিন্দা সিরিবর্দেনে, কিথুরুয়ান ভিথানাগে, দিমুথ করুনারত্নে, ধাম্মিকা প্রাসাদ, নুয়ান প্রদীপ, সুরঙ্গ লাকমাল, দুশমন্ত চামিরা, রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরা ও জেফরি ভান্দারসে।শ্রীলঙ্কা ওয়ানডে দল : অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে (সহ-অধিনায়ক), তিলকরত্নে দিলশান, কুসল পেরেরা, দিনেশ চান্ডিমাল, মিলিন্দা সিরিবর্দেনে, দানুস্কা গুনাথিলাকা, সাচ্চিত্রা সেনানায়েকে, অজান্থা মেন্ডিস, ধাম্মিকা প্রাসাদ, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ, সুরঙ্গ লাকমাল, দুশমন্ত চামিরা, চামারা কাপুগেদেরা ও জেফরি ভান্দারসে।শ্রীলঙ্কা টি-২০ দল : লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), কুসল পেরেরা, সিহান জয়সুরিয়া, দিনেশ চান্ডিমাল, এ্যাঞ্জেলো ম্যাথুজ, মিলিন্দা সিরিবর্দেনে, চামারা কাপুগেদেরা, কিথুরুয়ান ভিথানাগে, তিলকরত্নে দিলশান, নুয়ান কুলাসেকেরা, দুশমন্ত চামিরা, থিসার পেরেরা, জেফরি ভান্দারসে, সাচ্চিত্রা সেনানায়েকে ও উসুরু উদানা।বিএ
Advertisement